যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি ২২ বছরে সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রে চীনা পোশাক আমদানি ২২ বছরে সর্বনিম্নে

ডেস্ক রিপোর্টঃ

সাম্প্রতিক বাণিজ্য তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে আমদানির এই ধস নেমেছে। মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে ৫৫৬ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা এপ্রিলে ছিল ৭৯৬ মিলিয়ন ডলার। এটি টানা চতুর্থ মাসের পতন। এর আগে এত কম আমদানি হয়েছিল ২০০৩ সালের মে মাসে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা ক্রমেই চীনা পণ্যের বদলে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও মেক্সিকোর দিকে ঝুঁকছেন। মেক্সিকো থেকে পোশাক আমদানি মে মাসে ১২ শতাংশ বেড়ে ২৫৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মার্কিন ব্র্যান্ডগুলোর উৎস বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ। চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন শর্তসাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

বিশ্লেষকরা বলছেন, চীনের ওপর নির্ভরতা কমানোর এই প্রবণতা নতুন নয় এবং সামনের মাসগুলোতে উৎসবের মৌসুমের সরবরাহ ব্যবস্থার জন্য এই পরিস্থিতি আরও চ্যালেঞ্জের হতে পারে।

ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্থ আত্মসাৎ: অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার॥

ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, তৃণমূলের অসহায়, বিত্তহীন, ভিক্ষুক প্রকৃতির মানুষের অজ্ঞতা ও সরলতার সুযোগ নিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের নামে অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

তিনি জানান, ডাচ বাংলা ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিংয়ে অবহেলা ও যোগসাজশ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৬০ জন ভুক্তভোগীর দায়েরকৃত অর্থ আত্মসাতের ২টি অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা