স্ত্রীকে ১১ টুকরো করলেন স্বামী

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। হত্যাকাণ্ডের পর স্থানীয়রা নিহত গৃহবধূর স্বামীকে আটকে রাখলেও গ্রিল কেটে পালিয়ে যেতে সমর্থ হন তিনি। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড, বলছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটির এফজে টাওয়ারের ১০তলায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় দেড় মাস আগে এ জেড টাওয়ারের দশম তলায় বাসা ভাড়া নেয় সুমন ও ফাতেমা। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার রাতে প্রতিবেশীরা রাতের দিকে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেতে থাকে।

এফ জে টাওয়ারের কেয়ারটেকার বলেন, ‘মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ফ্ল্যাট থেকে বিভিন্ন ধরনের শব্দ আসছিল। আমিসহ আরও কয়েকজন নিয়ে কিসের শব্দ দেখতে যায়। দশম তলায় গেলে দরজা বন্ধ করে রাখে নিহতের স্বামী। পরে খুললে টুকরো অবস্থায় ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। এ সময় আমিসহ স্থানীয়রা মিলে নিহত গৃহবধূর স্বামীকে ধরে ঘরে আটকে রাখি। তবে, রুমের জানালার গ্রিল কেটে দশ তলা থেকে সে পালিয়ে যেতে সমর্থ হয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেড় মাস আগে তারা ঘর ভাড়া নেয়। বাসা ভাড়া নেয়ার কয়েকদিন পর ফাতেমা বেগম চলে যান। আবার কিছুদিন পর ফিরে আসে। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে মনে হয়।’

স্থানীয় কদির নামে এক বাসিন্দা জানান, মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। নৃশংস এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারনা করছি। নিহতের স্বামী পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান চলছে।’

এ বিষয়ে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ফাতেমা (৩২) এক গৃহবধূকে গলা কেটে টুকরো, টুকরো করে হত্যা করেছে ঘাতক স্বামী। তিনি ওই ফ্ল্যাটেই স্বামী সুমনের সঙ্গে থাকতেন। তার বাবার নাম কামাল উদ্দিন। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান আছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করা হয় বলে ধারণা করছি। ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যান খুনি।’

তিনি আরও বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। নিহত ফাতেমা গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তারা চট্টগ্রামে বসবাস করতেন।

সুমন পেশায় ছিলেন গাড়িচালক। নিহত ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার সময় সন্তান সিফাত আত্মীয়ের বাসায় ছিলেন।’

বরগুনায় হেলমেট না থাকায় মামলা, ক্ষোভে নিজের গাড়িতে আগুন

বরগুনায় হেলমেট না থাকায় মামলা, ক্ষোভে নিজের গাড়িতে আগুন

আরিফুল ইসলাম রুবেল, বরগুনা প্রতিনিধি:

বরগুনা শহরে ট্রাফিক পুলিশের দেওয়া হেলমেট মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক।

রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা পৌরসভার সদর রোড এলাকার মাছ বাজার সংলগ্ন ট্রাফিক বক্সের সামনে ঘটে এ ঘটনা।

জানা গেছে, নজরুল তার ডেঙ্গু আক্রান্ত স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। ফেরার পথে তিনি একা মোটরসাইকেল চালিয়ে সদর রোডে পৌঁছালে ট্রাফিক পুলিশ তাকে থামার ইঙ্গিত দেয়। এসময় তার কাছে কাগজপত্র চাইলে তিনি জানিয়ে দেন, সেগুলো বাসায় আছে। পরে ছেলের মাধ্যমে কাগজ আনার পর কেবল হেলমেট না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়।

নজরুল বলেন, আমার স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমি ট্রাফিক পুলিশকে সব বলেছি। কাগজ পরে দেখালেও তারা হেলমেটের অজুহাতে মামলা দেয়। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। অসহায়ত্ব থেকে আমি গাড়িটিতে আগুন লাগিয়ে দিই।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহাবুদ্দিন বলেন, চালকের কাছে কাগজপত্র ছিল না, আমরা কাগজ আনতে বলি। পরে কাগজ দেখালেও হেলমেট ছিল না, তাই হেলমেটের একটি মাত্র মামলা করা হয়।

বরগুনা ট্রাফিক বিভাগের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) মেহেদী হাসান জানান, আইন অনুযায়ী কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবুও মানবিক দিক বিবেচনায় শুধু হেলমেটের মামলাই করা হয়েছে। কিন্তু এরপর তিনি নিজের গাড়িতে আগুন দেন বিষয়টি হতাশাজনক।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন প্রয়োগের পাশাপাশি কি মানবিক বিবেচনাও জরুরি নয়? বিশেষ করে যখন একজন চালকের পরিবার চিকিৎসাজনিত সংকটে রয়েছে, তখন কি শুধুই নিয়মে আটকে থাকা উচিত?

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের