ডেস্ক রিপোর্ট:
পরীক্ষায় অংশ নিয়ে পাস ২ শিক্ষার্থী কারাগার থেকে
রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন দুই কয়েদি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এই দুজন পরীক্ষার্থীর মধ্যে একজন জয়পুরহাট এবং অপরজন নওগাঁ জেলা কারাগার থেকে পরীক্ষায় অংশ নেন।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, তারা দুজনেই বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন।
জয়পুরহাট কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া সিরাজুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবির মালিদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পেয়েছেন জিপিএ-৩.৫। অপরদিকে, নওগাঁ জেলা কারাগার থেকে অংশ নেওয়া রানা হোসেন জেলার মান্দ্রার খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পেয়েছেন জিপিএ-৩.৬৭।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন,অশং নেয়া তারা দুজনেই পাস করেছে ,কারাগার অধীনে শিক্ষাবোর্ডের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.