সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল

নিজস্ব প্রতিবেদক॥

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে সরকারি কর্মকর্তা, এমনকি উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার একটি অপ্রাতিষ্ঠানিক নিয়ম চালু ছিল। এই প্রথাকে প্রশাসনিক কর্তৃত্ববাদ ও সামন্তবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করে বর্তমান সরকার তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও জানানো হয়, মন্ত্রিসভার জারি করা প্রটোকল নির্দেশিকাগুলোতেও ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা আগামী এক মাসের মধ্যে প্রটোকল বিধিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ দেবেন।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ না ডেকে ‘মিস্টার’ বা ‘মিস’ বলা যথেষ্ট।

অনেক নাগরিক ও সামাজিক সংগঠন এই সিদ্ধান্তকে প্রশাসনের মানবিকীকরণ ও আধুনিকীকরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, তাই তাদের সঙ্গে সমতার ভিত্তিতে আচরণ করাটাই শোভন।

বিশেষ সম্মাননা পেলেন দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মাসুদ

স্টাফ রিপোর্টার :
“স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম তথা সাংবাদিকতা পেশায় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ।

গতকাল শনিবার বিকাল ৫ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে মানবাধিকার প্রতিদিনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশের মাধ্যমে ২০১৫ সালে দৈনিক সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠার পর নিজেই সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশনার মাধ্যমে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকাকে সাধারণ তথা দেশের মানুষের কন্ঠস্বর হিসেবে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তার এই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা পেয়ে সম্পাদক মোহাম্মদ মাসুদ মানবাধিকার প্রতিদিন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যিনি সম্মান দেন এবং যিনি সম্মান পান উভয়েই সম্মানিত।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আমার সাংবাদিকতায় নানা বাধাবিপত্তির মধ্যেও বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে অবিচল ছিলাম এবং যতোদিন বেচে থাকবো ঠিক সত্যের সাথেই থাকবো ইনশাআল্লাহ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম