শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী: বরগুনায় আট পরিবারকে নগদ সহায়তা প্রদান

শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী: বরগুনায় আট পরিবারকে নগদ সহায়তা প্রদান

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় জুলাই-আগস্ট মাসের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া আটজনের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বরগুনা পৌরসভার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে এই সহায়তা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন জামায়াত নেতারা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারকে পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের বরগুনা জেলা আমীর মাওলানা মোঃ মহিব্বুল্লাহ হারুন বলেন, “শহীদ পরিবারকে কেবল আর্থিক সহায়তা নয়, তাদের শূন্যতা পূরণে জামায়াতে ইসলামী সর্বদা পাশে থাকবে। যারা গণহত্যা চালিয়ে চোরের মতো পালিয়ে যায়, তারা বীর হতে পারে না। অথচ জামায়াতের নেতারা বীরের মতো ফাঁসির মঞ্চে গেছেন, দেশ ছাড়েননি। তাই জনগণ আমাদের ওপর আস্থা রাখে এবং আমরা সেই আস্থার মর্যাদা রক্ষা করব।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এস এম আফজালুর রহমান, জেলা বাইতুলমাল সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন এবং সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন।

বক্তারা বলেন, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল না, ছিল বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রাণের দাবি। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়।

তারা শহীদ পরিবারগুলোর জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ ও বিচার নিশ্চিতের দাবি জানান।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আন্দোলনে সক্রিয় ছাত্র-জনতা, পেশাজীবী প্রতিনিধি দল এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম