কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় উদ্যোশ্য প্রণোদিত ভাবে সাংবাদিককের বিরোদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ জুলাই বেলা ১১টায় বরুড়া প্রেসক্লাব সংলগ্ন জিরো পয়েন্টে বরুড়া নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত বক্তারা জানান বরুড়া (পাঠানপাড়া) গ্রামের বাসিন্দা বর্তমানে The Financial Post বরুড়া উপজেলা প্রতিনিধি, দৈনিক সবুজ বাংলাদেশ, কুমিল্লা জেলা প্রতিনিধি এবং অনলাইন টিভি চ্যানেল, বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের, সম্পাদক, সাংবাদিক মোঃ মুহিবুল্লাহ ভুইয়া বাবুল। তিনি পেশায় একজন সাংবাদিক বিধায় বরুড়া থানাধীন বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করাসহ পেশাগত দায়িত্ব পালনে উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।
সে সুবাদে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, তলাগ্রাম অফিস পাড়া বরুড়া থানা সংলগ্ন এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন তার মালিকানাধীন কয়েকটি ঘরে (বাসায়) গত কয়েকদিন যাবৎ অসামাজিক কাজ করিয়ে আসতেছেন। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্বে ঘটনার দিন ১৯-০৬-২০২৫ ইং তারিখে অবস্থান করে স্থানীয় লোকজনের নিকট উপরোক্ত লোকদের বিষয়ে খোজ খবর নিতে গেলে তারা বিষয়টি টের পেয়ে কোন কিছু বুঝে উঠার পূর্বেই সাংবাদিক মহিবুল্লাহ ভুইয়া বাবুলের উপর অতর্কীতভাবে হামলা চালায় এবং তার বুক পকেটে থাকা ব্যবহৃত মোবাইল ফোন জোর পূর্বক নিয়া যাওয়ার চেষ্টা করে।
ঘটনার বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরক্ষণে তারা উপস্থিত লোকজনের সামনে বেলায়েত হোসেন সহ তার সাথে থাকা লোকজন বিভিন্ন ধরনের হুমকী ধমকী দিয়া ঘটনাস্থল ত্যাগ করেন।
ধারণা করা হয় বেলায়েত হোসেন সহ তার সঙ্গীদের দ্বারা যেকোন ধরনের ক্ষতি সাধন হতে পারে বিধায় সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া বাবুল বিষয়টা এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবগত করে উক্ত বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সহ বরুড়া থানা বরাবর অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর বেলায়েত হোসেন সহ তার সহযোগীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া বাবুলের নামে উল্টো ও ফেসবুক সাংবাদিক নামে আক্ষায়িত করে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে এবং মহামান্য কুমিল্লা জজকোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে। আর তাই বিষয়টি বরুড়ার নাগরিক সমাজের নেতৃবৃন্দদের অবগত হলে, বরুড়ার নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য অংশ গ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন মানববন্ধনে বক্তারা বলেন আমরা শুনেছি গত ২১ জুন শনিবার বিকাল আনুমানিক চারটার সময় ফার্নিচার দোকান মালিক জনি কে মেরে আহত করেছে এবং জনি'র দোকানের কেশবাক্সে থাকা নগদ অর্থ নিয়ে যায় এমন সংবাদ পেয়ে মহিবুল্লাহ ভুঁইয়া বাবুল বরুড়াস্থ লতিফপুর রেড উয়িং হোটেলে গন অধিকার পরিষদের একটি রাজনৈতিক কর্মসুচী থেকে দ্রুত বরুড়া থানায় তথ্য নেওয়ার জন্য ছুটে আসেন এবং বরুড়া থানা সূত্রে জানা যায়, জনিকে চিকিৎসার জন্য বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সাংবাদিক মহিবুল্লাহ ভূঁইয়া সেই সূত্র ধরে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত জনির ভিডিও সহ সাক্ষাৎকার তথ্যটি সংগ্রহ করেন, পরে আহত ফার্নিচার দোকান মালিক জনি কতৃক বরুড়া থানায় অভিযোগের ভিত্তিতে, জনির উপর হামলা সংক্রান্ত একটি নিউজ প্রকাশ করেন। সে থেকে দুষ্কৃতিকারীরা নিজেদেরকে নির্দোষ প্রমাণের জন্য বেলায়েতের সহযোগিতায় তার ভাড়াটিয়া ফাতেমা বাদী হয়ে কুমিল্লা কোর্টে একটি মামলা করেন, যা সম্পন্ন ভিত্তিহীন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আপনারা গত ২১ জুন ২০২৫ ইং তারিখের বরুড়া থানা ও বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে তার সত্যতা প্রমাণ মিলবে সাংবাদিক মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল মামলায় বর্নিত সময়ে কোথায় ছিলেন।
এদিন মানববন্ধনে উপস্থিত ছিলেন বরুড়া গ্রামের বাসিন্দা সৈয়দ মোঃ আবুল হাসেম ভান্ডারী, মোঃ শামসুল হক, মোঃ সাহেব আলী, নারায়ণ পাল সহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.