জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিহত ছাত্রদল নেতা সোহরাব মিয়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক লোক অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন, মামলার বাদী মোজাহিদ হোসেন, বড় ভাই জজ মিয়া, মনু মিয়া, মুসলিম মিয়া সুজন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই তুচ্ছ ঘটনায় পরিকল্পিতভাবে সোহরাবকে খুন করে প্রতিপক্ষ। এমনকি খুনের পর মিথ্যা লুটপাটের ঘটনা সাজিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা। তারা দ্রুত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা সোহরাব মিয়া নিহত হন। তিনি চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.