
স্টাফ রিপোর্টারঃ
শান্ত জনপদকে পুনঃরায় অশান্ত করার মিশনে নেমেছে আলোচিত সমালোচিত রাজউকের দূর্নীতিগ্রস্থ অথরাইজড অফিসার পলাশ শিকদার। দুর্নীতি আর ঘুষ বানিজ্যের মাধ্যমে অর্জিত টাকার জোরে সে নিজ পৈত্রিক নিবাস পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নকে সন্ত্রাসী জনপদে পরিনত করেছিল। জুলাই বিপ্লবে দেশের পট পরিবর্তনের ফলে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ছত্রভংগ হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। নিজেও তার পর থেকে এলাকায় পা রাখেননি। এর পূর্বে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৩ জুন এক অফিস আদেশে তাকে জোন ২/১ থেকে বদলি করে প্রশাসন শাখার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে রাজউকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। অতি সম্প্রতি তাকে তার পূর্ব পদে পূনর্বহাল করা হয়েছে। এলাকা থেকে সদলবলে বিতাড়িত হয়ে সামাজিকভাবে বেকায়দায় পড়ে যায় ইন্জিনিয়ার পলাশ শিকদার।
কিছু দিন পূর্বে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এবং নেছারাবাদ থানার পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল পলাশ বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পলাশের গ্রামের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। একটি সূত্র জানায় পলাশ তার বাহিনীর পলাতক সদস্যদের নিয়ে নিয়মিত ঢাকায় মিটিং করে। অন্য একটি সূত্র জানায় পলাশ ও তার বাহিনীর সদস্যরা এলাকায় ফেরার জন্য স্বরুপকাঠী বিএনপির উপজেলা পর্যায়ের এক শীর্ষ নেতার সাথে দর কষাকষি চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে গুয়ারেখা ইউনিয়ন বিএনপি ও এর অংগ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান এটা নতুন কিছু নয়। অর্থের বিনিময়ে স্বরুপকাঠীতে আওয়ামী লীগ পূনর্বাসন প্রকল্প চলমান। অবৈধ অর্থ দিয়ে নীতিহীন নেতাদের ম্যানেজ করে পলাশ যে কোনো মুহূর্তে বিএনপি হয়ে যেতে পারে। কিন্তু পলাশ শিকদার ও তার বাহিনীর সদস্যদের এলাকায় আর সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না।
অনুসন্ধান পরবর্তি বিস্তারিত আসছে…..