মিটফোর্ডে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা।

এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

 

 

বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার:

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকার সাভারে গত শনিবার (২১ ডিসেম্বর) বাসের ধাক্কায় প্রত্যয় সরকার নামে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক আবারও অবরোধ করে বিক্ষোভ করছে নার্সিং কলেজটির শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে সড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে গতকালও মহাসড়কটি অবরোধ করে দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে গতকাল শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল বলেন, গতকালের মত একই দাবিতে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেছে। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ প্রতিবেদন লেখার সময় বেলা ১২ টা নাগাদ মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত রয়েছে।

 

সবা:স:জু- ৪৯৪/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম