চট্রগ্রাম অফিস:
সৈরাচার হাসিনা সরকার পতন হলেও তার দোসররা হয়ে গেছে বহাল তবিয়তে এরি ধারাবাহিকতায় এখনো চট্রগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনী জহুর আহাম্মদ চৌধুরীর স্কুল সংলগ্ন ৩নং রোড মোহাম্মদ ইউসুফের বাসায় গত ২৭জুন তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময়। ১। মোঃ সবুজ (৩৬), পিতা-নুরুল আমিন কসাই, সাং-বার্মা কলোনী, নুরুল আমিন কসাইয়ের বাড়ী, পোঃ আমিন জুট মিলস্, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাইফুল (৩৪), পিতা-নুরুল আমিন কসাই, সাং-বার্মা কলোনী, নুরুল আমিন কসাইয়ের বাড়ী, পোঃ আমিন জুট মিলস্, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩। মাসুদ (৩২), পিতা-মৃত মফিস মিয়া সাং-বার্মা কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,
৪। ইমরান হোসেন (২৮), পিতা-অজ্ঞাত, সাং-বার্মা কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৫। সুমন (২৮), পিতা-গোলাফ মিয়া, সাং-হিলভিউ, মীর কটেজ, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ জনি (৩১), পিতা-মোঃ মজিব, সাং-হিলভিউ, মক্কা মসজিদের পাশে, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৭। দেলোয়ার হোসেন দেলু (৩৩), পিতা-মোঃ রফিক, সাং-বার্মা কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা ১২/১৩ জন। অপরাধজনক অনধিকার প্রবেশ দন্ডবিধি আইনের ধারা-৪৪৭, অনধিকার গৃহে প্রবেশ দন্ডবিধি আইনের ধারা-৪৪৮, বলপূর্বক গ্রহণ দন্ডবিধি আইনের ধারা-৩৮৪, বলপূর্বক চাঁদা আদায়ের উদ্দেশ্যে মোহাম্মদ ইউসুফকে ক্ষতির ভয় দেকানো দন্ডবিধি আইনের ধারা-৩৮৫, এর বিধান লঙ্ঘণ করিয়া উপরোক্ত চাঁদাবাজ সন্ত্রাসীরা মোহাম্মদ ইউসুফ হইতে ১০,০০০০০ (দশ লক্ষ) টাকা চাঁদা, দাবী করে অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরা। মোহাম্মদ ইউসুফের ২ তলা বিশিষ্ট একটি বাড়ী আছে। বিগত ০২ মাস পূর্বে আমার উক্ত ২ তলা বিশিষ্ট বাড়িটির ০৪ তলার নির্মান কাজ শুরু করে। উক্ত বাড়িতে নির্মাণ কাজ চলমান রহিয়াছে। ঘটনার দিন ২৭/০৬/২০২৫ইং তারিখ রাত ১০.০০ ঘটিকার সময় উপরে বর্ণিত সন্ত্রাসী মোঃ সবুজ এর নেতৃত্বে উপরোক্ত বর্তমান ঠিকানার বাসায় আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গা অনুষ্ঠানকরণ দন্ডবিধি আইনের ধারা-১৪৮, ও মারাত্মক অস্ত্রসহ বেআইনি সমাবেশে দন্ডবিধি আইনের ধারা-১৪৪ এর অপরাধ করিয়া ত্রাস সৃষ্টি করতঃ মোহাম্মদ ইউসফুকে সহ বাড়ীর ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখাইয়া তার নিকট সন্ত্রাসী মোঃ সবুজ ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। সন্ত্রাসী মোঃ সবুজ কে চাঁদা না দিলে উক্ত বিল্ডিং এর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ তাকে হত্যার হুমকি ধমকি প্রদান করিয়া বাসা ত্যাগ করে। সন্ত্রাসী মোঃ সবুজ এর কথা না শুনে মোহাম্ম ইউসুফ উক্ত বিল্ডিং এর নির্মাণ কাজ চলমান রাখে। পরবর্তীতে ২৮/০৬/২০২৫খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকা হইতে যথারীতি মোহাম্মদ ইউসুফ উক্ত বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করি। বিল্ডিং এ নির্মাণ কাজ চলাকালীন সময় সন্ত্রাসী মোঃ সবুজ বাহিনীর সেকেন্ট ইন লিডার মোঃ সাইফুল এর নেতৃত্বে অজ্ঞাত আরো ১০/১২ জন পুনরায় মোহাম্মদ ইউসুফের উপরোক্ত বর্তমান ঠিকানার বাসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া প্রবেশ করিয়া কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করতঃ ত্রাস সৃষ্টি করিয়া আমার নির্মাণাধীন বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ করে দেয়। সন্ত্রাসীরা মোহাম্মদ ইউসুফের নির্মাণ শ্রমিক মোঃ মনির হোসেন ও মোঃ করিম কে জানায় যে, তোদের মালিক মোহাম্মদ ইউসুফ এর নিকট হইতে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা চেয়েছি উক্ত টাকা না দেওয়া পর্যন্ত উক্ত বিল্ডিং এ কোন নির্মাণ কাজ চলবে না। চাঁদাবাজ/সন্ত্রাসীরা মোহাম্ম ইউসুফের শ্রমিকদেরকে অস্ত্রের ও গুলি বর্ষনের ভয় দেখাইয়া মারধর করিয়া মোহাম্মদ ইউসুফের নির্মাণাধীন বিল্ডিং হইতে বের করে দেয়। পরবর্তীতে শ্রমিকদের নিকট থেকেও চাঁদা না পাওয়া পর্যন্ত উক্ত বিল্ডিং এ কোন কাজ না করার জন্য হুমকি দিয়া ঘটনাস্থল হইতে চলে যায়। সন্ত্রাসীগণের নাম ঠিকানা সংগ্রহ করিয়া বায়েজিদ বোস্তামী থানায় হাজির হইয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে সূত্র: মামলা নং-৫২,তা:২৮/০৬/২০২৫ইং দায়ের করা হয়।
তাহাদের নামে অসংখ্য মামলা রয়েছে। যেমন- চাঁদাবাজ সন্ত্রাসী মোঃ সবুজ এর পিসিপিআর নিন্মরুপঃ
১। বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-০৭, তারিখ- ০৬ আগষ্ট, ২০১০; ধারা- ১০/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ২। পাঁচলাইশ মডেল থানার মামলা নং-৯, তারিখ- ১৬ জানু, ২০১৪; ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০, ৩। পাঁচলাইশ মডেল থানার মামলা নং-৬, তারিখ-১৩ জানু, ২০১৫; ধারা- ১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৪। বাকলিয়া থানার মামলা নং-২৫, তারিখ- ২১ জানু, ২০১৫; ধারা- ১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৫। বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-২৫, তারিখ- ২১ জানু, ২০১৫; ধারা- ১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৬। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫, তারিখ- ০৮ ফেব্রু, ২০১৫; স ধারা- ১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ৭। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫, তারিখ- ০৩ আগষ্ট, ২০১৫; ধারা- ১৪৮/১৪৯/২২৫/১৮৬/৩৩২/৩০৭/৩৫৩ পেনাল কোড-১৮৬০, ৮। পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১১, তারিখ- ১৬ মে, ২০১৬; ধারা- ৯(৩)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ৯। বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-৩৬/৩৫৪, তারিখ- ২০ জুলাই, ২০১৭ঃ ধারা- ১৪৩/৩০৭/৩২৪/৩৭৯/৫০৬/৩৪/৩২৩ পেনাল কোড-১৮৬০, ১০। বায়েজিদ বোস্তামি থানার মামলা নং-৪২/৫০২, তারিখ- ২৮ অক্টোবর, ২০১৭। ধারা- তাহারা নিয়মিতভাবে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ীর মালিকদের নিকট হইতে চাঁদা আদায় করে আসছে। তাহাদের ভয়ে কেউ মামলা দায়ের করতে সাহশ পায় না। উক্ত চলমান মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সন্ত্রাসীরা তাদের পরিবারের সদস্যগণ সহ বেআইনি সমাবেশে অংশগ্রহনের জন্য লোকভাড়া করিয়া। যাহা- দন্ডবিধি আইনের ধারা-১৪৩-১৫০ এর অপরাধে শামিল হইয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে পুলিশী ক্ষমতা দেখিয়ে রিফিউজিদের প্লট দখল ও পুলিশের পাহারায় অবৈধ ভবন নির্মান আরো নানাবিদ অপপ্রচার চড়াচ্ছে চাঁদাবাজ/সন্ত্রাসীরা। এতো মামলা থাকার পরে্ও এসকল সন্ত্রাসীরা রয়ে গেছে ধরাছোয়ার বাহিরে। এতে করে সচতেন মহলের মাঝে নানা ধরনের প্রশ্ন জন্ম নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.