জেলা প্রতিনিধি:
চট্টগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক পলাতক রয়েছেন।
রোববার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে ছিল। এরই জেরে রোববার রাতে দেবর রবিন ওরফে রনি তার ভাবিকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষ
এ বিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেন তার দেবর রবিন ওরফে রনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.