বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র, কম্পিউটার, ব্যালট বাক্স ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে অফিসের হিসাব শাখার একটি রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের মধ্যে ছিল পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ, ফটোকপি মেশিন ও কিছু গুরুত্বপূর্ণ ফাইল।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সকালবেলা দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী তার কাজ করতে গিয়ে একটি কক্ষ থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। পরে অন্যদের বিষয়টি জানালে সবাই মিলে হিসাব শাখার রুমে আগুন জ্বলতে দেখেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।
বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন মূল স্টোরে ছড়িয়ে পড়েনি, শুধুমাত্র হিসাব শাখার একটি কক্ষে সীমাবদ্ধ ছিল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
ঘটনার সময় অনেকে ঘুমিয়ে থাকায় প্রাথমিকভাবে কেউ তা বুঝতে পারেননি। যদিও সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবুও নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়ায় প্রশাসনিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.