মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম আয়োজিত দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে প্রশ্ন এসে যায় আমরা কি ’৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম?

নির্বাচন পিছিয়ে দিতে চক্রান্ত চলছে– এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা অত্যন্ত আশাবাদী, লন্ডনে আমরা আলোচনা দেখেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে।

শোকসভায় সভাপতিত্ব করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম প্রমুখ।

জবির ছাত্র ঐক্যের মঞ্চে থাকবে হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোটের আয়োজনে হাসনাত-রাকিব মঞ্জুরসহ ১২ ছাত্রসংগঠনের নেতার উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।

সমাবেশে উদ্বোধক হিসেনবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি নুরুল বাশার আজিজী সহ অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, দেশ তথা মাতৃভূমি সবার আগে। দেশে বিশৃঙ্খল পরিবেশ রুখে সকলকের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবী। সকলকে একত্রিত হয়ে শান্তিপূর্ণ ও দেশের কল্যাণে নিজেদের ঐক্যগঠন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের এ আয়োজন এক অগ্রনী ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলার সহিত সম্পন্ন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

এবিষয়ে অনুষ্ঠানের আয়োজক সুবর্ণ আসসাইফ বলেন, ২৪-এর গনঅভ্যুত্থানের পরবর্তী বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজন। তাই সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই উদ্যোগ। আলোচনা সভাকে সফল করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।
সার্বিক বিষয়ে অনুষ্ঠানের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করতে আমাদের এই উদ্যোগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের মধ্যে রয়েছে- সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি।
###

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম