অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:

অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের। লস অ্যাঞ্জেলসে হতে যাওয়া ২০২৮ অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২–২৯ জুলাই পর্যন্ত ছেলে ও মেয়েদের বিভাগে হবে ক্রিকেট ইভেন্ট। এরপর ১৯ (নারী) ও ২৯ জুলাই (পুরুষ) পদক জয়ের লড়াই অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আসন্ন অলিম্পিক গেমসের সূচি প্রকাশ করেছে। যেখানে দীর্ঘ ১২৮ বছর অলিম্পিকের সূচিতে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। এর আগে প্যারিসে ১৯০০ সালের অভিষেক অলিম্পিকে প্রথমবার এই ইভেন্টটি ছিল। যেখানে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন। এই দুই দলই কেবল অংশ নিয়েছিল প্রথম অলিম্পিকে।

ছেলে ও মেয়েদের উভয় বিভাগের ক্রিকেট ছয়টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলের স্কোয়াড হবে ১৫ সদস্য বিশিষ্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পোনোমার ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে। এটি লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সূচিতে বেশিরভাগ দিনই দুটি ক্রিকেট ম্যাচ থাকতে পারে। স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সেসব ম্যাচ।

অলিম্পিকে ক্রিকেট ফিরেছে এক শতাব্দীরও বেশি সময় পর। ২০২৩ সালের অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় নতুন পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়। ক্রিকেট ছাড়া বাকিগুলো হলো বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও ল্যাক্রোস।

অবশ্য লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কোন কোন ক্রিকেট দল অংশ নেবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল (১৭ জুলাই) সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আজকের খেলা

খেলা ডেস্ক:

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (রোববার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।

 

ক্রিকেট

অ্যান্টিগা টেস্ট, তৃতীয় দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, টি স্পোর্টস ও নাগরিক

পার্থ টেস্ট, তৃতীয় দিন
অস্ট্রেলিয়া-ভারত
সকাল ৮-২০ মি., স্টার স্পোর্টস ১

জাতীয় ক্রিকেট লিগ

ঢাকা-রাজশাহী
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

সিলেট-বরিশাল
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

রংপুর-ঢাকা মহানগর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-খুলনা
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি

প্রথম ওয়ানডে
জিম্বাবুয়ে-পাকিস্তান
বেলা দেড়টা, পিটিভি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

সাউদাম্পটন-লিভারপুল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইপসউইচ-ম্যান ইউনাইটেড
রাত সাড়ে ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

সবা:স:জু-১৭৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের