জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- কৃষক মো. জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০)।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের একটি বিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাহিরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের মো. মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার জাহাঙ্গীর শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ওই বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যান। পাট কাটার খবর পেয়ে প্রতিপক্ষ মো. মান্দার শেখের নেতৃত্বে কবির শেখসহ ৮/১০ জনের একদল লোক জাহাঙ্গীরকে পাট কাটতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষ মান্দার শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. জাহাঙ্গীর শেখকে হত্যা করে। এ সময় মো. জাহাঙ্গীর শেখের ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত নাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বিকালে তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত কৃষি শ্রমিক নয়নকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কবির শেখকে (৪৬) ও সোহান (৩৭) নামের দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম