জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৯ তম দিন আজ। কক্সবাজারে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
শনিবার (১৯ জুলাই) বেলা ১২টার পর পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। কক্সবাজারের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রায় যোগ দেন এনসিপির সিনিয়র নেতারা।
জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় এই পদযাত্রা কর্মসূচি। পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি মোড়ে অনুষ্ঠিত হবে পথসভা। সেখানে এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এরপর কক্সবাজারে জুলাই শহীদের কবর জিয়ারত করবেন তারা।
কক্সবাজারের কর্মসূচি শেষ করে এনসিপি নেতারা যাবেন বান্দরবান জেলায়। সেখানে আবু সাঈদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা শেষে জেলার আবু সাঈদ চত্বর, বান্দরবান ট্রাফিক মোড়, বাজার, চৌধুরী মার্কেট এলাকায় যদযাত্রা করবে এনসিপি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.