প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
অনেক গবেষণাও হবে ,জামায়াতের সমাবেশটি হয়তো মিথ হয়ে থাকবে: হান্নান মাসউদ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে অবিশ্বাস্য উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, এ সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মিথ হতে পারে।
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
তিনি লেখেন, রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কিমি। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগোচ্ছে না!!!
১৬ বছর ধরে ন্যূনতম রাজনৈতিক স্পেস না পাওয়া দলের এমন সমাবেশকে অবিশ্বাস্য অভিহিত করে এনসিপির এ সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মিথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো।
পরিশেষে তিনি বলেন, একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.