প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৭:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
জামায়াত আমির বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন
শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়াসে আসেন জামায়াত আমির। কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে জড়িয়ে ধরেন। অল্প সময়ের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্য আবার শুরু করেন।
অসুস্থ হওয়ার আগে জামায়াত আমির বলেন, ২৪-এ আন্দোলনটা না হলে আজ যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ-তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে।
এরপর তিনি মঞ্চে পড়ে গেলে নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শোরগোল পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবার বক্তব্য শুরু করেন ডা. শফিকুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.