বিএনপি কর্মীদের ধাওয়া খেয়ে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ, সড়ক অবরোধের চেষ্টা

জেলা সংবাদাতঃ শনিবার (১৯ জুলাই) দিনগত মধ্যরাতে শরীয়তপুর এর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় হেলমেট পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মিরা সড়ক অবরোধের চেষ্টা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস সরকারের পদত্যাগ দাবীতে স্লোগান দেন।এসময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।

অবরোধ চেষ্টার ১ মিনিট ২৪ সেকেন্ডের এমন একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গেলো বছরের ৫ই আগস্টের পর আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি নিয়ে তেমন প্রকাশ্যে আসেননি। শুধুমাত্র ১৫ই আগস্ট জাজিরার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ একটি কর্মসূচী পালন করেন। তবে তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গোপনে বিভিন্ন সময় মশাল মিছিল ও পোস্টার টাঙিয়েছেন।

গতকাল শনিবার তেমনি গভীর রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহরা দেয় ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন লোক। এসময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় অবরোধকারীরা।

 

অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ জুলাই) সকালে শহরের সরকার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ও কক্সবাজার জেলার মনির হোসেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি রেফ্রিজারেটর ভ্যান পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করে।

পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে ১৬ হাজার ১৬৪ পিস ফেস ক্রিম এবং ১৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। পাশাপাশি চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পণ্যগুলো সিলেট সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাচার করার চেষ্টা করছিল।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম