পদত্যাগ করেছেন এনসিপির দুই নেতা

জেলা প্রতিনিধিঃ শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগে এই ঘোষণা দেন তারা।

কমিটি ঘোষণার এক মাসের মাথায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন।

ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।
অন্যদিকে ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।

এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। তাই আমি পদত্যাগ করেছি।

এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। আমি তাকে বলেছি, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে জেলা পর্যায়ে কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, অন্যদিকে ইসমাইল হোসেন আমাদের কিছু জানাননি। পরে শুনেছি, তিনি ফেসবুকে এনসিপি থেকে অব্যাহতি নেওয়ার একটি স্ট্যাটাস দিয়েছেন।

সড়কবাতি বন্ধ করে দিতেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঝুলন ছাত্রলীগকে টাকা ও অস্ত্র দেন মেয়র রেজাউলের পিএ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনের সময় সড়কের বাতি বন্ধ রাখার দায়ে সাময়িক বরখাস্ত হলেন সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। এছাড়া এ প্রকৌশলীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্তে একটি তিন সদস্যর কমিটিও গঠন করা হয়। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব নিজে থেকেই পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রকৌশলী ঝুলনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।

একইসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ একাধিক দাবিও পেশ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে।

তারা অভিযোগ করেন, সড়কবাতি বন্ধ রেখে রাতের আঁধারে ছাত্র-জনতার ওপর নির্মমভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়। গুলিও করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের নির্দেশেই সড়কবাতি বন্ধ করা হয়।

একইসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ একাধিক দাবিও পেশ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে। সে কারনে তাকে গতকাল অব্যাহতি দেয়া হযেছে পদ থেকে।

তারা অভিযোগ করেন, সড়কবাতি বন্ধ রেখে রাতের আঁধারে ছাত্র-জনতার ওপর নির্মমভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়। গুলিও করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশের নির্দেশেই সড়কবাতি বন্ধ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র রেজাউলের ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগকে টাকা ও অস্ত্র দিয়েছেন।

দুর্নীতি তদন্ত কমিটিতে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লফিফুল হক কাজমীকে আহ্বায়ক এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব এবং সদস্য করা হয়েছে আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় কার্যালয়ে প্রকৌশলী ঝুলন কুমার দাশকে না পেয়ে প্রধান কার্যালয়ে যায় তারা। পরে বিক্ষোভকারীরা ৯ দফা দাবিসহ প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম