আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ চ্যুইং তামাকসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। দুটি পৃথক ঘটনায় এই চার বাংলাদেশিকে গ্রেফতার করেছেন দেশটির কাস্টমস অফিসাররা। চলতি সপ্তাহে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ চ্যুইং তামাকসহ চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা দুটি চলতি সপ্তাহের। প্রথম ঘটনায় একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চ্যুইং তামাক উদ্ধার করা হয়। এরপর বাংলাদেশের আরও তিন যাত্রীকে ১৫৯ কেজি চ্যুইং তামাকসহ আটক করা হয়। দুটি ঘটনায় মোট ১৯৯ কেজি তামাক জব্দ করা হয়েছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। কুয়েতে পান, তামাক ও জর্দা জাতীয় দ্রব্য বাজারজাতকরণ, কেনাবেঁচা সম্পূর্ণ নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রবাসী অবৈধভাবে এসব চোরাচালান করে থাকেন। অনেকেই দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে শাস্তি হিসেবে জেল-জরিমানাসহ কুয়েত থেকে চিরতরে বিতাড়িতও হয়েছেন।
রোববার (২০ জুলাই) কুয়েত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এক ঘোষণায় জানায়, নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল (টি৪) থেকে এই বিপুল পরিমাণ চ্যুইং তামাক জব্দ করেছে। বিমানবন্দর শুল্ক বিভাগ গ্রেফতার চার বাংলাদেশির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। চ্যুইং তামাক চোরাচালানের সঙ্গে জড়িত আরও সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.