সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মৃত্যু

সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মৃত্যু

ডেস্ক রিপোর্টার:
সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মোবারকের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী ইসির সদস্য ছিলেন আবদুল মোবারক। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে সাবেক নির্বাচন কমিশনারের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুপুরে চট্টগ্রামে এমইএস ওমরগণি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা হয়েছে। পরে জন্মস্থান হাটহাজারীতে আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে সাবেক এ নির্বাচন কমিশনারকে। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ৭৯ বছর বয়সী আবদুল মোবারক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী ইসির সদস্য আবদুল মোবারক ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সোমবার দুপুরে চট্টগ্রামের এমইএস ওমরগনি কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জন্মস্থান হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

৪৪তম বিসিএসের প্রার্থীদের জন্য পিএসসির নির্দেশনা

৪৪তম বিসিএসের প্রার্থীদের জন্য পিএসসির নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

৪৪তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১৬৯০ জন ও নন-ক্যাডার পদে অপেক্ষমাণ ৮,২৭২ জন প্রার্থীর মধ্য যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাদের গুগল ফরম পূরণের জন্য নির্দেশনা দিয়েছে পিএসসি। মঙ্গলবার (২৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১,৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮,২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাদের মধ্যে যারা এখনো গুগল ফরম পূরণ করেননি তাদের আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম