ঘনবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ না চালানোর আহ্বান রিজভীর

ঘনবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ না চালানোর আহ্বান রিজভীর

ডেস্ক রিপোর্ট:
ঘনবসতি বা জনবহুল এলাকায় যুদ্ধবিমানের মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ জুলাই) দুর্ঘটনাস্থল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গিয়ে এ আহ্বান জানান তিনি।
এসময় তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান।

রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

মিছিলে মুখরিত শাহবাগ মেট্রো স্টেশন

স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় আজ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। মেট্রোরেলে করে যারা কর্মসূচিতে আসছেন তাদের অনেকেই শাহবাগ মেট্রো স্টেশনে নেমে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছেন বিভিন্ন এলাকার মানুষজন। তারা মেট্রোরেল থেকে নেমেই স্টেশনে স্লোগান দেওয়া শুরু করছেন।

স্টেশনের চলন্ত সিঁড়ি, বের হওয়ার স্থান এবং বিভিন্ন স্পটে স্লোগান দিতে দেখা গেছে। মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে সড়কে- সর্বত্র ফিলিস্তিনের পতাকা হাতে মানুষ মিছিল দিচ্ছেন। শাহবাগ ও আশপাশের এলাকার সর্বত্র এখন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দখলে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর দুইটার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ শুরু হবে। এরপর এসব জনস্রোত মিলিত হবে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে।

কর্মসূচি উপলক্ষে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। ফিলিস্তিনের পক্ষে সংহতি এবং ইসরায়েলের বর্বর আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম