
মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বেসরকারি শিক্ষক ও শিক্ষিকারা প্রতিবাদী কন্ঠে বক্তব্যে বলেন বরুড়া উপজেলায় ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের, প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে বঞ্চিত না করে বৃত্তি পরীক্ষা দিয়ে মেধা বিকাশে পরিকল্পনা করুন এবং কোনো প্রতিষ্ঠানের ভিত্তিতে নয়।
বক্তারা আরো বলেন কিন্ডারগার্টেন সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া উচিত মনে করি।
২১শে জুলাই সোমবার দুপুর বারটায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার। হরিপুর দারুস সালাম কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, মর্ডান কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা তরুণ কুমার আচার্য, মহেশপুর এস এ হামিদ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মোঃ আজাদ হোসেন, সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন, নোয়াপাড়া শিশু বিকাশ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা মাহফুজুল হক, বরুড়া অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মোঃ নাছিম আলম মজুমদার, অশ্বদিয়া মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ আমির হোসেন, শশাইয়া শফিউদ্দিন কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ওয়াহিদুল ইসলাম, বরুড়া আল আকসা ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল ইসলাম, বড় হরিপুর আল আরাফা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা মোঃ মামুনুল আহসান, সরাপতি হাজী আবদুল মমিন একাডেমি প্রতিষ্ঠাতা পলাশ ভৌমিক সহ ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
বরুড়া উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা হুশিয়ারী করে বলেন আমাদের দাবি না মানা হলে অচিরে আমরা রাজপথে নামবো।