
ডেস্ক রিপোর্ট:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া দিনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় চারদিনের স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত পরীক্ষাগুলো যথারীতি সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, প্রথম স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। এদিন কুমিল্লা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
পরবর্তী পরীক্ষাগুলো হবে ১৪ আগস্ট, যা শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য। সেদিন সকালে ঢাকা বোর্ডের অধীন ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে উচ্চাঙ্গ সংগীত, আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এরপর ১৭ আগস্ট সকালে সব বোর্ডে একযোগে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
সবশেষে, ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কেন্দ্রে হবে, যেখানে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ সকাল ৯টার মধ্যে বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন। এছাড়া, সব বোর্ডে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে এবং শেষ হবে ৩১ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
এর আগে, ১০ জুলাই বন্যার কারণে কুমিল্লা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার সহিংস পরিস্থিতিতে শুধুমাত্র ওই জেলার পরীক্ষা স্থগিত হয়। সবশেষে, রাজধানীর মাইলস্টোন কলেজ এলাকায় বিমান দুর্ঘটনার ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।