ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ওই আদেশে বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না-সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিব এর পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়।
আদেশে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। এ প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.