ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭ আহত অর্ধশত

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭ আহত অর্ধশত

ডেস্ক রিপোর্টঃ ভারতের উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন ভক্ত। রোববার (২৭ জুলাই) মন্দিরের সিঁড়ির পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি হয়, যা এই পদদলনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শংকর পাণ্ডে বলেন, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

হরিদ্বার জেলার এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।

হরিদ্বার বিশেষভাবে শিবভক্ত ‘কাঁওয়ারিয়াদের’ জন্য গুরুত্বপূর্ণ স্থান, যারা এই সময়ে গঙ্গা থেকে পানি সংগ্রহ করেন।
একজন আহত ভক্ত সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ প্রচণ্ড ভিড় তৈরি হয়। সবাই বেরিয়ে যেতে চাচ্ছিলেন, তখন আমি পড়ে যাই এবং হাত ভেঙে যায়।

এ ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করে বলেছেন, উত্তরাখণ্ডের হরিদ্বারে মানসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণহানির খবর শুনে গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনাকে ‘গভীর বেদনার’ বলে আখ্যা দিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, রাজ্য সরকার নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেবে।

সূত্র: এনডিটিভি

হাসপাতালে চিকিৎসক ঘুম রক্তক্ষরণে রোগীর মৃত্যু

হাসপাতালে চিকিৎসক ঘুম রক্তক্ষরণে রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় আহত সুনীল এক ব্যক্তি স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় কাঁদছিলেন এবং রক্তক্ষরণ হচ্ছিল। কর্তব্যরত দুই জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকিত ঘুমাচ্ছিলেন। পরবর্তীতে আহত ব্যক্তিটি রক্তক্ষরণে মারা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দুই জুনিয়র চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাটে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টায় সুনীলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ বিলম্বে চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে জিন্দাল দাবি করেছেন রোগী আগে থেকেই গুরুতর অবস্থায় ছিলেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা ঘুমাচ্ছেন। রোগী তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত সুনীল নামের এক ব্যক্তিকে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজে নিয়ে আসে পুলিশ। জরুরি বিভাগে ভর্তি করার সময় সুনীলের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জানা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন চিকিৎসক এসির সামনে টেবিলে পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। একজন নারী একটি শিশু ও প্রেসক্রিপশন হাতে নিয়ে চিকিৎসককে জাগানোর চেষ্টা করছেন। পাশেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুনীল তার পা থেকে রক্ত ঝরছে।

ঘটনার সময় ডিউটি ইন চার্জ শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবে তদন্তের সময় জিন্দাল জানান অবহেলা ও পরিবারের অভিযোগের বিষয়ে জানার পরপরই তিনি হাসপাতালে এসে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। এলএলআরএম মেডিকেল কলেজের অধ্যক্ষ আর সি গুপ্ত বলেন একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন জুনিয়র চিকিৎসক ঘুমাচ্ছেন যখন একজন রোগী সাহায্য চাচ্ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম