জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩ জন

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষিণ-পশ্চিম জার্মানিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত এবং আরো অনেকে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

স্টুটগার্ট শহরের পুলিশ জানিয়েছে, ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তবর্তী জার্মানির রিডলিঙ্গেন এবং মুন্ডারকিঙ্গেন শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর একটি ছবিতে দেখা গেছে, বগিগুলো অক্ষত থাকলেও একে অপরের ওপর ভাঁজ হয়ে উল্টে আছে। জার্মানির জাতীয় রেল সংস্থা ডয়চে বান এক বিবৃতিতে বলেছে, ট্রেন দুর্ঘটনায় ‘অনেকে আহত’ হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ কী- তা স্পষ্ট নয়। তদন্তে কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও স্থান থেকে বিমান-যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক॥

ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের।

ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না- ডোনাল্ড ট্রাম্পের এমন ধোঁয়াশা অবস্থানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো।

গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে বলেন, ‘আমি এটা করতে পারি। আমি এটা নাও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় তাদের কর্মীদের কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে যেতে নিষেধ করেছে।

বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাননি।

একজন কর্মকর্তা বলেন, আল-উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলোও সেখান থেকে সরানো হয়েছে। এ বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।

বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস যে সতর্কবার্তা জারি করেছে, তাতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এ ঘাঁটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

দূতাবাসকর্মী ও কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে দেওয়া সতর্কবার্তায় বলা হয়, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের