নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেনা বেগম নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি আন্তঃনগর ট্রেন ঢাকা অভিমুখে যাওয়ার সময় ওই নারী রেললাইনের পাশে অবস্থান করছিলেন। ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ তিনি লাইনের ওপর উঠে পড়েন এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং সৈয়দপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন তারাকান্দার সাঈদ আনোয়ার সিজার

হুমায়ুন কবির।। ময়মনসিংহের ‘তারাকান্দা শেখ মুজিব কলেজ’এর অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন এর জৈষ্ঠ্য পুত্র শেখ সাঈদ আনোয়ার সিজার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৩ই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর স্বাক্ষরিত সাঈদ আনোয়ার সিজারের সহ-সভাপতি পদের তালিকা প্রকাশিত হয়। সাঈদ আনোয়ার সিজার এর পিতা অধ্যক্ষ জামাল উদ্দিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাঈদ আনোয়ার সিজার সহসভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাঈদ আনোয়ার সিজারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারাকান্দাবাসী।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি