নড়াই সংবাদদাতা:
নড়াইলে এস এস সি, এইচ এসসি ও সমমানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিন এসইডিপি এর আওতায় নগদ অর্থ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। সোমবার (২৮ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলা মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, ডিএনসি স্কিমের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহমেদ, সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস। আলোচনা সভা শেষে তাদের হাতে নগদ অর্থ, পুরষ্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত