রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় শিক্ষার্থীর আত্মহত্যা

রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভোলা সংবাদদাতা:

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তনুকে মৃত ঘোষণা করেন। তনু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জ্বলা রাণী দাস দম্পতির একমাত্র মেয়ে। সে তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

তনুর মা উজ্জ্বলা রাণী জানান সোমবার জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দিয়ে বাসায় ফিরে তনু অস্থির হয়ে পড়ে। সে পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখেছে-এমন ভাবনায় দুশ্চিন্তায় পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিলেও রাত ৯টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে রুমে গিয়ে দেখা যায় পানের বরজে ব্যবহারের জন্য ঘরে রাখা কীটনাশক পান করেছে তনু। দ্রুত তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. জুনায়েদ হোসেন বলেন হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহব্বত খান বলেন প্রাথমিকভাবে জানা গেছে পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণে হতাশা থেকেই সে বিষপান করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল ধস্তাধস্তি

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল ধস্তাধস্তি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের দিবসের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও সমন্বয়ক সাব্বির আহমেদকে বক্তব্য দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হট্টগোল হয়েছে। এনিয়ে প্রায় ২০ মিনিট ধরে অনুষ্ঠান বন্ধ ছিল। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় এ হট্টগোল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভার এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটি সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হয়। এসময় বক্তব্য দিতে বাধা দেয় আরেক জুলাইযোদ্ধা ইসমাঈল হক সিরাজীসহ তার সমর্থকরা। এনিয়ে সাব্বির ও ইসমাঈলের সমর্থকদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তি হয়।

উদ্ভুত পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। এসময় মুখোমুখি অবস্থান নেয় জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের দুটি পক্ষ। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরর প্রধান ও জুলাই-আগস্ট আন্দোলনে আহত-নিহতদের পরিবারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এনিয়ে সাব্বির আহমেদ বলেন, সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদ করায় একাংশ ক্ষুব্ধ হয়েছে তার ওপর। এরই জের ধরে জুলাই গণ-অভ্যুত্থানে অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়। তিনি আরও বলেন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, তাদের মনমতো ব্যক্তিকে দাওয়াত দিয়েছে। আমাকে বক্তব্য দিতে বলার পরই পূর্ব পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে বিতর্কিত করতেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। তাদের আপত্তি থাকলে তা জেলা প্রশাসনকে না জানিয়ে অনুষ্ঠানে এমন হট্টগোল করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এনিয়ে ইসমাইল হোসেন সিরাজী অভিযোগ করে বলেন জেলা প্রশাসনের সহযোগিতায় আ.লীগ দোসরদের মঞ্চে স্থান দেয়া ও বক্তব্য দিতে দেয়ার প্রতিবাদ করা হয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে বৈষম্য রাখায় এর প্রতিবাদ করতে গিয়ে এই হট্টগোল হয়েছে। এছাড়াও গত বছরের ৫ আগস্টের আগে জুলাই যোদ্ধাদের যে তালিকা করা হয়েছিল, সেটি পরে বদলে যায়। নতুন তালিকা করে জুলাই যোদ্ধাদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এর প্রতিবাদে সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়েছে। এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের