নিহত দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

নিহত দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

শরীয়তপুর সংবাদদাতা:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধস্তের ঘটনায় শরীয়তপুরের নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরবর্তীতে নারায়ণপু এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন বাহিনীটির উইং কমান্ডার আল আমিন।

বিমান বাহিনীর উইং কমান্ডার আল আমিন বলেন আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।

জানা যায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম। একই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা যায় চর্তুথ শ্রেনির শিক্ষার্থী আয়মান। তারা দুজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

টেলিগ্রামে প্রেম, মাদ্রাসা-ছাত্রীকে যৌন-পল্লিতে বিক্রি

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শুভজিৎ মণ্ডল (১৯) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভিকটিম নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। এরপর অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরিচয়ের সূত্র ধরে গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ি থেকে বাগিয়ে ঢাকা নিয়ে যান। পরবর্তীতে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান। যাত্রাবাড়ীতে তারা একটি আবাসিক হোটেলে ওঠেন। একপর্যায়ে আবাসিক হোটেলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয়। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ জুন বিকালে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। মামলার অপর আসামি অপহরণ ও পাচারকারী গ্যাং সাব্বিরকে গ্রেফতারে কার্যক্রম চলমান রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম