গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে জমজ সন্তানের মা ও কর্মজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নিহত হওয়ার ঘটনায় দোষী প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুরের সর্বস্তরের ছাত্র-জনতা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে অনুষ্ঠিত হবে। যে স্থানটিকে মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়েছে, তার পাশেই রয়েছে দীর্ঘদিন ধরে ঢাকনাহীন থাকা আর একটি ড্রেন। যাতে নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও। এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে নগর কর্তৃপক্ষের চরম উদাসীনতার
মৃত্যুফাঁদ,এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গাজীপুরের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্ব স্ব ব্যানারসহ অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অসংখ্য স্থানে ড্রেনের ঢাকনা ছাড়া ফুটপাথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বার বার সিটির কর্মকর্তাদের জানানো হলেও তারা আমলে নেননি। ফারিয়ার মৃত্যুর দায় গাজীপুর সিটি কর্পোরেশন এড়াতে পারে না।

আয়োজকরা দাবি করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের গাফিলতি ও দায়িত্বহীনতা। তাই আয়োজকরা এই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে প্রকাশ্যে ফাঁসি, দাবি করছেন যাতে ভবিষ্যতে কেউ এমন অবহেলার সাহস না করে।

মানববন্ধনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ব্যর্থ নগর ব্যবস্থাপনার ভয়াবহ প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

আয়োজকরা জানান, এই মানববন্ধন নাগরিক সচেতনতার প্রতিফলন এবং একটি নিরাপদ শহর গড়ার দাবিতে একত্রিত হওয়ার আহ্বান।

প্রসঙ্গত, ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। ম‌নি‌ ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।

গত রবিবার (২৭ জুলাই, ২০২৪) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজ সেরে ফেরার সময় হাসপাতালটির সামনের ঢাকনাহীন ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।

আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৪) সকাল নয়টার দিকে দীর্ঘ ৩৭ ঘন্টা অভিযানের পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।

গাইবান্ধা-৫ উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী রিপন 

জাতীয় সংসদের সদ্য সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) নৌকার টিকেট পেয়েছেন মাহমুদ হাসান রিপন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।

 

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে রিপনকে চূড়ান্তভাবে মনোনীত করে আওয়ামী লীগ।

 

এর আগে গত ২৩ জুলাই মারা যান সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের