গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

গাজীপুরে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নারীর মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে জমজ সন্তানের মা ও কর্মজীবী নারী ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নিহত হওয়ার ঘটনায় দোষী প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুরের সর্বস্তরের ছাত্র-জনতা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে অনুষ্ঠিত হবে। যে স্থানটিকে মানববন্ধনের জন্য বেছে নেওয়া হয়েছে, তার পাশেই রয়েছে দীর্ঘদিন ধরে ঢাকনাহীন থাকা আর একটি ড্রেন। যাতে নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ডও। এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে নগর কর্তৃপক্ষের চরম উদাসীনতার
মৃত্যুফাঁদ,এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গাজীপুরের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের স্ব স্ব ব্যানারসহ অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অসংখ্য স্থানে ড্রেনের ঢাকনা ছাড়া ফুটপাথ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বার বার সিটির কর্মকর্তাদের জানানো হলেও তারা আমলে নেননি। ফারিয়ার মৃত্যুর দায় গাজীপুর সিটি কর্পোরেশন এড়াতে পারে না।

আয়োজকরা দাবি করেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পেছনে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের গাফিলতি ও দায়িত্বহীনতা। তাই আয়োজকরা এই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে প্রকাশ্যে ফাঁসি, দাবি করছেন যাতে ভবিষ্যতে কেউ এমন অবহেলার সাহস না করে।

মানববন্ধনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই একে ব্যর্থ নগর ব্যবস্থাপনার ভয়াবহ প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

আয়োজকরা জানান, এই মানববন্ধন নাগরিক সচেতনতার প্রতিফলন এবং একটি নিরাপদ শহর গড়ার দাবিতে একত্রিত হওয়ার আহ্বান।

প্রসঙ্গত, ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গার সদর থানার বাগানপাড়া এলাকার বাসিন্দা ওয়াসিম উল্লাহ আহমেদের মেয়ে। ম‌নি‌ ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন।

গত রবিবার (২৭ জুলাই, ২০২৪) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজ সেরে ফেরার সময় হাসপাতালটির সামনের ঢাকনাহীন ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি।

আজ মঙ্গলবার (২৯ জুলাই, ২০২৪) সকাল নয়টার দিকে দীর্ঘ ৩৭ ঘন্টা অভিযানের পর টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।

আশুলিয়ায় সুদ ব্যবসার অন্তরালে সাংবাদিক পরিচয় দান কারী প্রতারক ফরহাদ  গ্রেফতার 

 

ডেস্ক রিপোর্ট :

আশুলিয়ায় ফরহাদ হোসেন(৫২) নামে এক প্রতারক ও সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন আশুলিয়া থানা পুলিশ ।
গত ১০ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর সাড়ে বারোটার সময় শিমুলিয়া ইউনিয়নের টেংগুরী, হারুন গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ জানান,দেলোয়ার হোসেন নামে এক ভুক্তভুগী বাদী হয়ে ফরহাদ হোসেন এর বিরুদ্ধে আদালতে ৪২০,৪০৬,৫০৬ ধারায়, সি আর মামলা নং ১১২/২৪ দ্বায়ের করেন । ঐ মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে জিরানী টেংগুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ।
মামলার বাদী থাই গ্লাস ব্যবসায়ী ভুক্তভুগী দেলোয়ার জানায়, ব্যবসার প্রয়োজনে ইসলামী ব্যাংক জিরানী বাজার শাখা ব্লাঙ্ক চেক নং IBU-8768434 জমা দিয়ে ফরহাদের নিকট থেকে ২ লাখ টাকা লাভের উপর ঋণ নিয়েছিলেন । তার মেয়াদকালিন সময়ের মধ্যে কিস্তিতে ৪ লাখ টাকা প্রদান করার পরেও অবৈধ সুদ ব্যবসায়ী ফরহাদ হোসেন আরো ২ লাখ টাকা দাবি করে আসছিল । কিন্তু, অতিরিক্ত আর কোন টাকা দিতে অস্বীকার করায় ফরহাদ হোসেন অতিরিক্ত টাকা আদায়ের উদ্যেশ্য হাসিল করতে ঐ চেক ডিজওনার করে দেলোয়ারের বিরুদ্ধে কোটে একটি মামলা দ্বায়ের করেন । তারই ধারাবাহিকতায় ফরহাদের বিরুদ্ধে দেলোয়ার হোসেন বাদী হয়ে আদালতে কাউন্টার সি আর মামলা করেন, মামলা নং ১১৩/২৪। মামলা রুজু হওয়ার পর বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কে দায়িত্ব দেয়া হয়। তারই সূত্র ধরে মামলার আসামী ফরহাদকে গ্রেফতার করে আদালতে পাঠালে মহামান্য আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন।
টেংগুরী এলাকার আর এক ভুক্তভুগী কনস্ট্রকশন সামগ্রী সাপ্লাইয়ার মাহফিজুর রহমান অপু জানায়,তার ব্যবসায় বড় একটি অর্ডার এর বিল পরিশোধ করতে বিশেষ প্রয়োজনে উত্তরা ব্যাংক জিরানী শাখা”র চেক বই এর একটি পাতা নং-4393365 জমা রেখে ফরহাদের নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লাভের উপর ঋণ গ্রহণ করেন । সেই টাকার সুদসহ ৫ লাখ টাকা প্রদান করার পরে ফরহাদ হোসেনের কাছে তার জমা রাখা চেক ফেরত চাইলে ব্লাকমেইলার সুদ ব্যবসায়ী ফরহাদ আরো অতিরিক্ত ৮ লাখ টাকা দাবি করেন । সেই অতিরিক্ত টাকা দিতে অপারাগ প্রকাশ করায় চেকের অংক বসানোর স্থানে তার মন মত ২৬ লাখ টাকা বসাইয়া উত্তরা ব্যাংক জিরানী শাখা থেকে চেকটি ডিজওনার করেন । যে চেকটির মুরির সাথে ২ লাখ ৫০ হাজার টাকা লেখা ও স্বাক্ষর রয়েছে । যাহা ফরহাদ হোসেনের নিজ হাতে লেখা । অথচ,জালিয়াতি করে ঐ অংকের স্থানে ২৬ লাখ টাকা রুপান্তরিত করা হয়েছে । এ বিষয়ে মাহফিজুর রহমান আইনের আশ্রয় নেয় এবং একটি মামলা দ্বায়ের করে । যার মামলা নং ১১২/২৪ , ঐ মামলায় ফরহাদ জামিনে মুক্তি পেয়েছে ।
এদিকে আর এক ভুক্তভুগী মাসুদ রানা বলেন, তার শ্রমিক কলণী আগুনে পুরে যাওয়ার পর ঐ কলণী সংস্কার কাজের জন্য ফরহাদের নিকট থেকে ২ লাখ টাকা সুদে গ্রহণ করলে এবং সে আমার নিকট থেকে NRBC ব্যাংক মানিকগঞ্জ শাখার একটি চেক জমা নেয় । যার নং SB-3418229 । তাকে ৩ লাখ টাকা দেওয়ার পরেও সে চেক ফেরত না দিয়ে অযুক্তি ২০লাখ টাকা দাবি করে । তার অযুক্তি দাবির টাকা না দেওয়ায় সে আমাকে আমার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালসহ মারধর করে ও বিভিন্ন হুমকী প্রদান করে । নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে আমি বাদি হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছি,যার নং-১৮৯৮।
এলাকাবাসী জানান,চড়া মূল্যে টাকা সুদে ছেড়ে, নামে-বেনামে রেকর্ড ও খাস জমি বায়না ও দখল করে রেখেছে ।ময়লার সুইপারদের নিকট থেকে,ব্লাংক চেক নিয়ে চড়া মূল্যে সুদে টাকা দেওয়া,বিচার করে টাকা খাওয়া,মাটির ব্যবসায়ীদের সাথে লিয়াজু করে টাকা খাওয়া, ক্লিনিকে চাঁদা আদায়,জোড় পূর্বক সুদের টাকা উঠানো,খাস জমি দখল করে দিয়ে নিজের নামে জমি স্টাম করে নেয়াসহ এমন কোন অপকর্ম নাই তিনি শিমুলিয়া ইউনিয়ন এর মধ্যে করে না এলাকাবাসি ফরহাদের মত এমন ব্লাক মেইলার ও সুদখোর এর বিরুদ্ধে আইনের কাছে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানায়।

সাংবাদিক পরিচয়ে তার এ অপকর্মে এলাকাবাসী অতিষ্ট। সুনামধন্য আশুলিয়া প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে চালাত এ ধরনের অপকর্ম। আশুলিয়া প্রেস ক্লাবের সম্মানিত পরিচালনা পর্ষদকে সাংবাদিক পরিচয় দানকারী প্রতারক ও চাঁদাবাজ ফরহাদ কে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য পদ থেকে যেন অতিস্বত্তর বহিষ্কার করা হয় এমনটাই দাবী জানিয়েছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান