কক্সবাজারে ট্রেনের ধাক্কায় শিশুসহ নি হ ত-৪

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত-৪

কক্সবাজার জেলা সংবাদদাতাঃ কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে রামুর রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ। নিহতলা হলেন অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এর পর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। সূত্র মতে, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ধলিরছড়া ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিক্সাটি রেল বিটের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।

মেঘনায় ভূমিহীনদের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর

মো.আনোয়ার হোসেন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা মেঘনা উপজেলায় চতুর্থ ধাপে ভূমিহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট,২০২৩) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদের হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ ধাপে মেঘনা উপজেলার ৬৯ টি ভূমিহীন পরিবারকে আশ্রায়ন প্রকল্পের উপকার হিসেবে প্রত্যেককে ২ শতক জমি ও ১টি ঘর বুঝিয়ে দেওয়ার শুভ উদ্বোধন করেন। এ যাবত চতুর্থ ধাপে উপজেলায় সর্বমোট ২৩২ জন ভূমিহীন পরিবারকে আশ্রায়ন প্রকল্পে পুনর্বাসন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা শাহে আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খাঁন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাইনুদ্দিন মুন্সী তপন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, বীর মুক্তিযোদ্ধাগন ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের