নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহৃত গাড়িতে মাদক বহনে আটক-১

নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহৃত গাড়িতে মাদক বহনে আটক-১

মাদারীপুর জেলা সংবাদদাতা: মাদারীপুরের রাজৈরে ভূয়া জাতীয় নির্বাচন কমিশনের হাইএজ (মাইক্রোবাস) গাড়িসহ মনিরুজ্জামান (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। এসময় তার গাড়ি থেকে ৮ ক্যান (বোতল) বিয়ার উদ্ধার করে পুলিশ।

শনিবার (২ আগষ্ট) দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে রাজৈর থানা থেকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। আটক মনিরুজ্জামান জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করছিল রাজৈর থানার পুলিশ। পরে ভোররাতের দিকে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তালপট্টি তিন রাস্তার মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি হাইএজ গাড়ি দেখতে পান তারা।

এসময় সন্দেহ হলে চালকসহ গাড়িটা আটক করা হয়। একপর্যায়ে তল্লাশি করে অ্যালকোহলযুক্ত ৮ ক্যান (বোতল) বিয়ার উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূয়া স্টিকার লাগানো একটি মাইক্রো গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। এসময় তার গাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৌলতদিয়ার যৌনপল্লীর কথিত নেত্রী গেপ্তার

 

কাজী তানজীদুল রিফাত:

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে ২টি রয়েল ডাচ বিয়ার ও একটি বিদেশী মদের বোতলসহ দৌলতদিয়া যৌনপল্লীর শীর্ষ মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নং রুমের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঝুমুর বেগম (৪২) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডলের গ্রামের মৃত সোনাই শেখের মেয়ে ও সাবেক দৌলতদিয়া ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের স্ত্রী।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নম্বর রুমের ভিতর থেকে ঝুমুর বেগমকে ২টি রয়েল ডাচ বিয়ার ও একটি বিদেশী মদের বোতলসহ গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানান, আগস্টের পূর্ববর্তী পর্যন্ত সে পুরো গোয়ালন্দে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক ব্যবসা পরিচালিত করতো। ৫ই আগস্টের পরবর্তী সময়েও সে এই ব্যবসাটি গোপনে ধরে রাখার চেষ্টা করছে। তার‌ই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে তার বোর্ডিং এ অবস্থান করছে তার নিজ ৭নম্বর রুমের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি মানব পাচার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আজ দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের