কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার হাবিল সদ্দারের ছেলে বিপ্লব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ছিঁড়ে পড়া বিদ্যুতের তার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে টিলারের চালক বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।
এ সময় খামারের ভেতরে থাকা তার মা জোসনা খাতুন ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.