খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ ৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মর্টার শেল নিয়ে খেলছিল বেশ কয়েকজন শিশু। এরপর হঠাৎ সেটি বিস্ফোরিত হলে প্রাণ যায় পাঁচ শিশুর। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (১২) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় এ ঘটনা ঘটে। বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদমাধ্যম ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়।

তিনি আরও বলেন নিহত এবং আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে। খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং আটজন আহত হয়। এর আগের মাসে সিন্ধুর কাশমোর জেলার একটি বাড়িতে রকেট লঞ্চারের বোমা বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।

অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশটির সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

উচ্চ-পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই-র‌্যাঙ্কিং অফিশিয়ালস (সিআইও) নিশ্চিত করেছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিউল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালে সামরিক আইন জারির ছয় ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এর জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তিনি অভিশংসিত হন। তাকে বরখাস্ত করা হয়।

সবা:স:জু- ৫৬১/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম