সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে। ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে ডাকা অনির্দিষ্টকালের বাস মালিক শ্রমিকদের কর্মবিরতি সোমবার (৪ আগস্ট) দুপুরে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শ্রমিকদের উত্থাপিত তিন দফা দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন প্রশাসন আমাদের তিন দফা দাবির বিষয়ে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। আমরা প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছি এর আগে রোববার (৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ থেকে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় একটি বাসে ওঠা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করে এবং একজন শ্রমিককে মারধর করে বলে অভিযোগ ওঠে। শ্রমিকদের অভিযোগ তাদের একজনকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকে রেখেছিল।
এ ঘটনার প্রতিবাদে রোববার বিকাল ৩টা থেকে শান্তিগঞ্জে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন বাস মালিক-শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও পরিবহন মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। এই কর্মবিরতির কারণে রোববার সন্ধ্যার পর থেকে সুনামগঞ্জ-সিলেটসহ আন্তঃজেলা বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করা যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সোমবার সকালেও সুনামগঞ্জ বাসস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা পিকেটিং চালায়। সীমিত সংখ্যক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও অধিকাংশ গণপরিবহন বন্ধ ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপ এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে। যা দুপুর পর থেকে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার আশা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.