গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা:

সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকা দিয়ে যমুনা নদী দিয়ে যাওয়ার পথে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এসময় নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় চোর সন্দেহে তাদের মারধর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, তারা বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে যাচ্ছিল। নৌপথে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শহররক্ষা বাঁধ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়।

ছাত্রলীগ নেতা সুমন আলী (২৮) নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে।

যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে। কলেজ মাঠে এনে আরেকদফা পেটানো হয় তাকে। এতে সুমনের গায়ের শার্ট ছিড়ে যায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে যুবদল নেতাকর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহাম্মেদ বলেন, ‘গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম