
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জ সদর উপজেলা এলাকা দিয়ে যমুনা নদী দিয়ে যাওয়ার পথে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদী থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এসময় নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় চোর সন্দেহে তাদের মারধর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, তারা বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে যাচ্ছিল। নৌপথে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।