হবিগঞ্জ সংবাদদাতা:
গণআন্দোলনের চেতনায় উদ্ভাসিত হয়ে হবিগঞ্জে পালিত হচ্ছে জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে বর্ণাঢ্য দেয়াল চিত্র কর্মসূচি। জেলা পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে দেয়ালভিত্তিক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়। দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম, ফ্যাসিবাদ ও দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশের গুলিতে শহীদ হওয়ার ইতিহাস গণআন্দোলনের চিত্রায়ন এতে ফুটিয়ে তোলা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নিজ হাতে রঙ তুল দিয়ে ফুটিয়ে তুলেছে এ ইতিহাস, প্রতিবাদ এবং সাহসিকতার নিদর্শন।
হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন দেয়াল সাজছে বার্তাবাহী চিত্রে। আগামী ৫ আগস্ট অংশগ্রহণকারী সেরা চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ কর্মকর্তারা। অনুষ্ঠানটি শহরে একটি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.