২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান। এর আগে গত শনিবার নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্র্যাব এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

সরকারি নিবন্ধিত সাংবাদিক সংগঠন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।

রবিবার (১২ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কাদের মনসুর ও সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।

এ সম্পর্কে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এর সভাপতি কাদের মনসুর বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার মতো একজন মানুষের খোঁজ করছিলাম। সকলেই তাকে একজন জনপ্রিয় সমাজকর্মী হিসেবে চেনেন। তিনি একজন সফল সংগঠক। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নিজেকে প্রমান করেছেন। তার ইউনিক আইডিয়া গ্রহন ও বাস্তবায়নের জন্য তিনি পুরো দেশ তথা বিশ্বব্যাপী এখন সমাদৃত। তার আইডিয়া ও অদম্য নেতৃত্বের গুনাবলী আমাদের সংগঠনকে আরও গতিশীল ও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। তাকে নিয়ে সংগঠনের সকলে খুবই আশাবাদী।

দায়িত্ব পাবার পর মুহাম্মদ আবু আবিদ জানান, গণমাধ্যমে যখন কাজ শুরু করেছিলাম , তখন থেকেই এই সংগঠনের বিভিন্ন কাজ আমার নজর কেড়েছে। হঠাৎ যখন উক্ত সংগঠনে পদের প্রস্তাব আমি পাই, তখন থেকেই আমার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে অনেক আনন্দ অনুভব করছি, অন্যদিকে এতবড় দায়িত্ব পালন করার সাহস সঞ্চার করছি। তবে যদি আপনাদের সকলের সহযোগিতা আমি পাই, তাহলে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। তবে আমার মতো নগণ্য মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্য সম্মাননা। যারা আমাকে এই পদে আসীন করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

মুহাম্মদ আবু আবিদ দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন জনপ্রিয় সমাজকর্মী ও সাংবাদিক হিসাবে পরিচিত। তিনি সামাজিক ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘ দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ’-এর প্রতিষ্ঠাতা। দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও আবিদের একের পর এক ব্যতিক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও সামাজিক কাজে শৈল্পিকতা নিয়ে আসায় খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। ইতিমধ্যেই দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর কার্যক্রমের মাধ্যমে তিনি নানা জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের স্যাটেলাইট চ্যানেলসহ নানা গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। বর্তমানে মুহাম্মদ আবু আবিদ ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে বিভিন্ন পদে কাজ করছেন।

 

সবা:স:জু- ৭৭৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ