ঘুষ চাওয়ার অডিও ভাইরাল এসআই বরখাস্ত

ঘুষ চাওয়ার অডিও ভাইরাল এসআই বরখাস্ত

কক্সবাজার সংবাদদাতা:

হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন জমা দিতে বাদীর পরিবারের এক সদস্যের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ চেয়েছেন রামু থানার এসআই চিরঞ্জীব বড়ুয়া। ঘুষ দাবির অডিওটি ছড়িয়ে পড়ার পরে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া অডিওতে চিরঞ্জীবকে বলতে শোনা গেছে তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি। অডিওতে চিরঞ্জীব বলেন তোমার সঙ্গে যেরকম কথা হবে সেরকমই হবে, কালকে সকালের মধ্যে একজন এর জন্য ৭০ হাজার দুইজনের জন্য এক লাখ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও।

ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিরঞ্জীব আরও বলেন আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমারটা দেখবা আর আমি সেভাবেই লিখবো। উল্লেখ্য, মাস কয়েক আগে রামুতে সেফটিক ট্যাংকের ছাঁদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে নিচে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিলো। ঐ ঘটনায় আহত যুবকের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। বাদীর আইনজীবী জানান মামলার প্রতিবেদনে প্রকৃত আসামিদের অপরাধ দেখাতে আমার মক্কেলের পরিবারের কাছে ঘুষ চান এসআই চিরঞ্জীব। এমন ন্যক্কারজনক কাণ্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত।

এ প্রসঙ্গে চিরঞ্জীবকে কল করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন এই মামলার বিষয়ে আমি কিছু জানতাম না। এই নির্লজ্জ ঘটনাটি শোনার পরপরই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি। ঘুষ দাবির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান, সেই এসআইকে রামু থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ময়নামতী হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মোড় নিয়ে সড়কের পাশে যাচ্ছিল। চট্টগ্রামমুখী একটি বাস ধাক্কা দিলে অটোর চালকসহ পাঁচ যাত্রী সড়কে ছিটকে পড়েন। তাদের মধ্যে তিনজনই ঘটনাস্থলে নিহত হন।

আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম