
বরিশাল সংবাদদাতা:
বরিশালের গৌরনদীতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামে এক বিএনপি নেতা মারা গিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তিনি পথেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান বলেন, দুপুরের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আগৈলঝাড়া থেকে ছোট ছোট যানবাহনে বিএনপির নেতাকর্মীরা গৌরনদীতে পৌছায়। পথে মিরাজ অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন তীব্র গরমে বিজয় মিছিল ও কর্মসূচিতে অংশ নেওয়া আরও ১০ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৌরনদী আগৈলঝাড়া বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বিএনপি নেতা মিরাজ ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরবর্তীতে তার বাড়ি গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।