গাজীপুরে বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

গাজীপুরে বিএনপির আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আগস্ট আন্দোলন বর্ষপূর্তির বিজয় মিছিলে শহীদ তাজউদ্দীন আহমেদ চত্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। মোস্তাক আহমেদ কাপাসিয়া উপজেলার টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র এবং টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

যুবদল নেতার আকস্মিক মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ডিজিএফআই পরিচয়ে চাঁদা নেওয়ার সময় যুবক আটক

ডিজিএফআই পরিচয়ে চাঁদা নেওয়ার সময় যুবক আটক

শরীয়তপুর সংবাদদাতা:

শরীয়তপুরের নড়িয়ায় ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদা নিতে আসলে হাসান মাহমুদ নিশাত (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নড়িয়া পৌরসভার মাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক নিশাত নড়িয়া পৌরসভার প্রেমতলা এলাকার সিরাজুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় হাসান মাহমুদ নিশাত নামের ওই যুবক নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে দক্ষিণ নড়িয়া এলাকার ইব্রাহিম বেপারী নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি ইব্রাহিম বেপারীর বিরুদ্ধে ডিজিএফআই সদর দপ্তরে ১৮টি অভিযোগ রয়েছে এমন কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে সেই অভিযোগ প্রত্যাহারের কথা বলে ইব্রাহিমের নিকট ১৫ লাখ টাকা দাবি করেন। পরে কিছুদিন আগে ইব্রাহিমের বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা নেন। এরপর বাকি ৫ লাখ টাকা নিতে মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তিকে পৌরসভার মাজেদা হাসপাতালের সামনে ডেকে নেন। প্রতারণার বিষয়টি ইব্রাহিম বুঝতে পেরে স্থানীয়দের কাছে সাহায্য চাইলে তারা নিশাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ভুক্তভোগী ইব্রাহিম বেপারী বলেন নিশাত ডিজিএফআইয়ের পরিচয়ে আমাকে ভয় দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। আজ আবার ৫ লাখ টাকার জন্য চাপ দেয়। আমার কাছে নগদ টাকা না থাকায় সে ব্যাংকের চেক নিতে রাজি হয়। চেক দেওয়ার সময় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে ধরা হয়। আমি আমার টাকা ফেরতের পাশাপাশি এই প্রতারকের বিচার চাই।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. সৈয়দ আশিক মাহমুদ বলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম