
গাজীপুর সংবাদদাতা:
জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণে নির্মাণ হয়েছে মুগ্ধ সুপেয় পানির কর্নার। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন সাধারণ যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন। জানা গেছে গাজীপুর জেলা পরিষদ ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ লাখ ৭৫ হাজার টাকায় এটি নির্মাণ করেছে। নামফলকে লেখা হয়েছে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন আমার চোখে জুলাই বিপ্লব মুগ্ধ সুপেয় পানির কর্নার।
গত বছরের ১৮ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে উত্তরার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের শিক্ষার্থী ছিলেন। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগে মুগ্ধের বিস্কুট ও পানি বিতরণের একটি ভিডিও সে সময় আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছিল৷তার মৃত্যুতে সরকার পতনের আন্দোলন আরও তীব্রতর হয়ে উঠে৷ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকায় এটি নির্মাণ করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের সুবিধার জন্য নির্মাণ হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ও পুলিশ সুপার যাবের সাদেক প্রমুখ।
এরআগে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।