শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে বিজয় সমাবেশ

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে বিজয় সমাবেশ

মৌলভীবাজার সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রেলস্টেশন সংলগ্ন মাঠ থেকে বের হওয়া বিশাল বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, আব্দুল মোছাব্বির, মকবুল হোসেন, এমদাদুল হক, এম এ কাইয়ুুম, আবুল হোসেন, মোবারক হোসেন, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি হেলানা চৌধুরী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, সিনিয়র সদস্য ও লেমন গ্রæপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, আলকাছ মিয়া, মীর এম এ সালাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম, টিটু দাস, টমাস, শহীদ মিয়া প্রমূখ।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুু কামনা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুল মোমিন।

৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল গ্রেফতার

 জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেলপলাতক কয়েদি নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার বাবেলাকোনা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কামান্ডার এটিএম আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর জেলা কারাগার থেকে গত বছরের ৫ আগস্ট বিকেলে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম পালিয়ে যায়। এরপর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। এই কয়েদিকে গ্রেফতারে র‌্যাব-১৪ এর একটি দল কাজ করে যাচ্ছিল। সম্প্রতি জেলপলাতক কয়েদি নজরুল ইসলাম নিজ বাড়িতে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তার বাড়ির আশেপাশে নজরদারি শুরু করে। শুক্রবার সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (১২ জুলাই) ভোর রাতে শ্রীবরদী উপজেলার পাহাড়ি গ্রাম বাবেলাকোনায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা শেরপুরের কালীগঞ্জে অবস্থিত জেলা কারাগারে আক্রমণ চালায়। সে সময় তারা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ফেললে ভিতরে থাকা ৫১৮ জন কারাবন্দির সঙ্গে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নজরুলও পালিয়ে যায়।

 

 

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি