
মৌলভীবাজার সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রেলস্টেশন সংলগ্ন মাঠ থেকে বের হওয়া বিশাল বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো. মহসিন মিয়া মধু।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, আব্দুল মোছাব্বির, মকবুল হোসেন, এমদাদুল হক, এম এ কাইয়ুুম, আবুল হোসেন, মোবারক হোসেন, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি হেলানা চৌধুরী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, সিনিয়র সদস্য ও লেমন গ্রæপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, আলকাছ মিয়া, মীর এম এ সালাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম, টিটু দাস, টমাস, শহীদ মিয়া প্রমূখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুু কামনা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মো. আব্দুল মোমিন।