কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কুয়াকাটা সংবাদদাতা:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর সামাদ পারভেজ (১৭) নামে এক তরুণ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ খুলনার খালিশপুর এলাকার মো. আলীউল ইসলামের ছেলে।

জানা গেছে, খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে সোমবার রাতে কুয়াকাটায় আসেন পারভেজ। তারা স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে পর্যটক দলের পাঁচ সদস্য সৈকতে গোসলে নামেন। তাদের মধ্যে পারভেজও ছিলেন। জানা গেছে নিহত পারভেজ সাঁতার জানতেন। তবুও একপর্যায়ে উঁচু ঢেউয়ের তোড়ে তিনি ভেসে যান। অন্যরা কোনোভাবে তীরে ফিরলেও পারভেজ নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ফটোগ্রাফার মেশকাত বলেন, ছেলেটি পানিতে নেমে সাহায্যের জন্য হাত উঁচিয়ে চিৎকার করছিল। আমরা ছুটে যেতে যেতে সে ডুবে যায়।

নিখোঁজের খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। পরে সৈকতে গোসলরত এক পর্যটকের পায়ে মরদেহটি স্পর্শ করলে ডুবুরি দলকে জানানো হলে তারা দেহটি উদ্ধার করেন। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে তা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন (২১)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বেড়া দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণসামগ্রী অপসারণ করতে নেমে ৪ জন শ্রমিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রবিউল ইসলামের একজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম