জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে “জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান” এর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৬ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতিচারণ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই বিজয় মিছিলটি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। পুরো শহরে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নেতারা বলেন, “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ছিল এ দেশের ছাত্র ও জনতার এক ঐতিহাসিক বিজয়। সেই চেতনা ধারণ করে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে।” তারা আরও বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করতে চায়। তাই অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া
সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু
জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান
পৌর বিএনপি’র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা
নাচোল থানা বিএনপির সভাপতি এম মজিদুল হক
গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন
রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় মিছিলটি চাঁপাইনবাবগঞ্জে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আন্দোলনের শক্তি পুনরায় জাগিয়ে তোলে।

মন্ত্রিসভায় নতুন মুখ রিমি

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জয় পেয়েছেন সিমিন হোসেন রিমি। এবার প্রতিমন্ত্রী হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেলেন।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তাজউদ্দীন আহমদের কন্যা।

সিমিন হোসেন রিমি ১৯৬১ সালের ১৯ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার গাজীপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা জোহরা তাজউদ্দীনের সন্তান। তার স্বামীর নাম মুশতাক হোসেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বড় বোন।

২০১২ সালের সেপ্টেম্বরে গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে সিমিন হোসেন রিমি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এর পর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে আবারও এই আসন থেকে ২য় বারের মতো এমপি নির্বাচিত হন। ২০২২ সালের নভেম্বরে রিমিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে ১৯৯৬ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তাজউদ্দীন আহমদের ছোট ভাই অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমদ খান। এর পর ২০০১ ও ২০০৮ সালে এমপি হন তাজউদ্দীনপুত্র তানজীম আহমদ সোহেল তাজ।

পরে ২০১২ সালের উপনির্বাচন, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি। বর্তমানে এই আসনের সংসদ সদস্য রিমি এবারও আওয়ামী লীগ থেকে পেয়েছিলেন নৌকা প্রতীক।

আর তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন রিমির ফুফাতো ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। কিন্তু রিমির ভোটের সামনে দাঁড়াতেই পারেননি আলম আহমেদ। রিমি নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আলম আহমেদের থেকে রিমি ৪৫ হাজার ৬৮৪ ভোট বেশি পেয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম