মাদারীপু সংবাদদাতা:
মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও এক শিশু। বুধবার (৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চর এলাকায় শিশু দুটিকে ভিমরুল কামড় দেয়। চিকিৎসার জন্য নিয়ে গেলে সন্ধ্যায় জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিফা মারা যায়। আলিফা মধ্যেরচর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায় সদর উপজেলার মধ্যের চর এলাকায় বাড়ির পাশের রাস্তায় অপর এক শিশুর সাথে খেলা করছিল আলিফা। এসময় রাস্তার পাশে থাকা ভিমরুলের বাসা থেকে হটাৎ ভিমরুল এসে শিশু দুইটির সারা শরীরে কামড়ায়। পরে শিশুদের চিৎকার শুনে আসপাশের লোকজন ছুটে আসে এবং দ্রুত দুজনকে উদ্ধার করে জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশু আলিফা মারা যায়। একই সঙ্গে ভিমরুলের কামড়ে আহত অপর ছেলে শিশুটি অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.