নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশু ও চারজন প্রাপ্তবয়স্কসহ মোট সাতজন নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। বুধবার (৬ আগস্ট) সংবাদ মাধ্যমে ব্লাস্টের কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয় চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই তিন শিশুসহ সাতজন প্রাণ হারান। ব্লাস্ট এই দুর্ঘটনাকে অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং নিহতদের পরিবারকে ন্যায়বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলা হয় ২০১৮ সালে জন দাবির পরিপ্রেক্ষিতে প্রণীত সড়ক পরিবহন আইন এখনও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের বিধান থাকলেও তার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। এমতাবস্থায় ব্লাস্ট দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। ব্লাস্ট সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ক্ষতিপূরণ তহবিল সক্রিয়করণ এবং সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের জোরালো দাবি জানিয়েছে।

শেখ হাসিনা ছিল গুন্ডাদের হেড কোয়ার্টার: এম নাসের রহমান

শেখ হাসিনা ছিল গুন্ডাদের হেড কোয়ার্টার: এম নাসের রহমান

মৌলভীবাজার সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ যে একটা গুন্ডা পার্টি, একটা মাস্তান পার্টি দেশের জনগণ এটা বুঝেছে। কেমন করে বুঝেছে, চৌদ্দশ মানুষ মরার পর আর বিশ হাজার মানুষ আহত হওয়ার পর এ দেশের মানুষ বুঝেছে আওয়ামী লীগ একটা গুন্ডা-মাস্তান পার্টি। আর তাদের নেত্রী শেখ হাসিনা ছিল গুন্ডাদের হেড কোয়ার্টার। ৭৭ বছরের গুন্ডি এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে। আজকে সে দিল্লিতে লুকিয়ে আছে। একটা বছর দেখতে দেখতে স্বৈরাচারী হাসিনার এক বছর পলায়নের দিন উদযাপন করছি আমরা। তার সাড়ে পনের বছরের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে একটা দল। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা কম চেষ্টা করে নাই। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম, খুন করেছে হত্যা করেছে, জেলে ভরেছে। আল্লাহর বিচার, আল্লাহ তায়ালা দুনিয়াতে করে দিয়েছে তাকে।’ তিনি বুধবার (৬ জুলাই) বিকাল ৫টার দিকে মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয় উৎসবের শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসের রহমান আরও বলেন, ‘ছাত্র-জনতা এবং পেছনে বিএনপির সক্রিয় ভুমিকায় এই স্বৈরাচারীনিকে আমরা বিতারিত করতে সক্ষম হয়েছি। আজকে সে পলায়ন পর যে দেশ থেকে আসছিল সে দেশে তাকে ফেরত পাঠানো হয়েছে। শেখ হাসিনা কিছুই না, সে ভারতের দালাল, ভারতের চর। ভারতের দালাল হিসেবে সাড়ে পনেরো বছর এদেশে রাম রাজত্ব কায়েম করেছিল সে। এ ধরনের রাম রাজত্বের সুযোগ শেখ হাসিনাতো দূরে থাক তার প্রেত্ত¥াদেরও কোনদিন সে সুযোগ দেয়া হবে না। এদেশে আওয়ামী লীগের রাজনীতি ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে শেষ করে দিব। আজকে আওয়ামী লীগের মৌলভীবাজারেরর এই চার খলিফা কোথায়? নিজেরা বসে বসে উপজেলা চেয়ারম্যান, পৌর সভার চেয়ারম্যান, নিজেরা বসে বসে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে। যে যেমনে চায় নিজে নিজে হতে চায়। কারন দেশটাতো তাদের বাপের সম্পত্তি মনে করেছিল। দেশটা যে বাপের সম্পত্তি না, জনগণের দেশ এটা বাংলাদেশের জনগণ গতবছর বুঝিয়ে দিয়েছে। আজকের বর্ষপূর্তিতে স্বৈরাচারীনিকে সরানোর জন্য যে চৌদ্দশ মানুষ যেভাবে মারা গেছে এরমধ্যে ১৩৩টি শিশুবাচ্চাসহ বিশ থেকে পঁচিশ হাজার লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, সমবেদনা ও রূহের মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদেরকে আমাদের নেতা তারেক রহমান বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। ইনশাআল্লাহ, আগামী ফেব্রæয়ারিতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের আরও বেশি সহযোগীতা করা হবে।’

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আলহাজ আব্দুল মুকিত প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম